বুধবার ৩ জুলাই ২০২৪ - ১২:১২
শত্রুদের কাছ থেকে কল্যাণের আশা করা বোকামী।

হাওজা / মানব প্রবৃত্তিই এমন যে একবার যে শত্রু, আমৃত্যু সে শত্রুই! তাই যে কোনো পরিস্থিতিতেই শত্রুর কাছ থেকে কল্যাণ ও শুভাকাঙ্ক্ষা করা অনুচিত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সাধারণ মানুষের প্রবৃত্তি এমন যে সে কারো সাথে একবার শত্রুতায় জড়ালে সেই শত্রুতা আমৃত্যু মনের মধ্যে পুষে রাখে। পারিপার্শ্বিক কারণে মনের শত্রুতাবস্থা প্রকাশ না পেলেও সুযোগে ঠিকই শত্রুতার ষোলোকলা পূর্ণ করে!

আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,

قَد جَهِلَ مَن استَنصَحَ أعداءَهُ.

‌যে তার শত্রুদের কাছ থেকে কল্যাণ ও শুভাকাঙ্ক্ষা করে, সে অজ্ঞ ও বোকা।

[গুরারুল হিকাম, হাদীস- ৬৬৬৩]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের শত্রুর শত্রুতা ও হিংসুকের হিংসা থেকে হেফাজত করুক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha